নিজস্ব প্রতিবেদক :
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে অবশেষে দীর্ঘ ২৮ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হলেন খুরুশকুলের আওয়ামী লীগ নেতা দুই সহোদর কামাল উদ্দিন ও সাবেক ইউপি সদস্য শেখ কামাল। বুধবার (১৯ জানুয়ারি) আদালত তাঁদের জামিন আবেদন দেন। বিকালে কোর্ট সেল থেকে তাঁরা মুক্তি পেলে জনতার ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এসময় খুরুশকুল আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয়।

সংবর্ধনার জবাবে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য শেখ কামাল বলেন, বিএনপি-জামায়াতের এজেন্টদের সাথে আঁতাত করে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে আমাকে পরিকল্পিতভাবে পরাজিত করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের কর্মী পরবর্তী সেই চক্রের আক্রোশে দীর্ঘ ২৮ দিন মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে। আল্লাহর অশেষ রহমত ও মানুষের ভালবাসায় আবারও জনগণের কাছে ফিরে এসেছি। জনকল্যাণে আমার অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ।

তাঁর সহোদর আরেক আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতা কামাল উদ্দিন বলেন, খুরুশকুলের তেতৈয়া আওয়ামী লীগের ঘাঁটি। এখানে আওয়ামী লীগকে পরাস্ত করতে নেতাকর্মীদের উপর হামলা-মামলা অব্যাহত রয়েছে। যার অনন্য উদাহরণ আমরা। ইনশাআল্লাহ যতোই বাঁধা বিপত্তি আসুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে কখনো পিছু হটবো না। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাবো। খুরুশকুল তথা তেতৈয়া আওয়ামী লীগের ঘাঁটি ছিল, থাকবে।