সিবিএন:
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে এনজিওর মিনি পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির ২ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকাল ১০টার টেকনাফ লম্বরিপাড়াস্থ মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুইজন সিএনজি অটোরিকশার যাত্রী।
এই ঘটনায় আহত হয়েছে আরো ২জন।
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় মেলেনি ।
আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়েছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।