মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৮ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে এক ইয়াবাকারবারীকে ৬ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২০ জানুয়ারি কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো : ২০১৮ সালের ১৬ জুলাই ১২ টা ৫ মিনিটের দিকে টেকনাফ থানার হোয়াইক্ষ্যং পুলিশ ফাঁড়ির একটি টিম হোয়াইক্ষ্যং নয়াপাড়া টেকনাফ-কক্সবাজার সড়কের পশ্চিম পার্শ্বে মোহাম্মদ আলমের বাড়ির সম্মুখে এক অভিযান চালিয়ে আনোয়ার (৪৪) নামক এক ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করে এবং তার দখল হতে ৮ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। এ ঘটনায় হোয়াইক্ষ্যং পুলিশ ফাঁড়ির এএসআই রাজু কান্তি দাশ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ধৃত আনোয়ারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার থানা মামলা নম্বর : ২৭/২০১৮, জিআর মামলা নম্বর : ৩৪৯/২০১৮ এবং এস.টি মামলা নম্বর : ২২৬৪/২০১৮ ইংরেজি।

মামলায় সাক্ষ্য গ্রহণ, জেরা, আসামীকে পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক শেষে আসামী ইয়াবাকারবারী আনোয়ার-কে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় টেবিল ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান ৬ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।

দন্ডিত আসামী আনোয়ার পলাতক রয়েছে। গ্রেপ্তার হওয়ার পর থেকে তার সাজা কার্যকর করা হবে। দন্ডিত আসামী আনোয়ার টেকনাফ উপজেলার কাঞ্জর পাড়ার নজির আহম্মদ এর পুত্র। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবদুর রউফ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট সলিমুল মোস্তফা।