আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফের উলুবনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৮৫পিস ইয়াবা ও ৯শ টাকা মায়ানমার মুদ্রাসহ নুর ইলাহী (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে ।
বুধবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবা ও অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক সেই একই ইউনিয়নের উলুবনিয়া এলাকার উলা মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি,৮৫পিস ইয়াবা ও৯০০কোয়াট মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,উদ্ধারকৃত অস্ত্র ও ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।