বার্তা পরিবেশক:
অবশেষে শপথ নিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা।
ষড়যন্ত্রমূলক আইনি জটিলতায় নানা প্রতিবন্ধকতার পর বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এই শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায়ের সঞ্চালনায় জেলা প্রশাসন আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এছাড়া জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, রত্নাপালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ ও কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রত্নাপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বারগণ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে জামায়াত নেতা নুরুল কবির চৌধুরীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন জননেতা নুরুল হুদা। পরবর্তীতে পরাজিত প্রার্থী নুরুল কবির ও ডামি প্রার্থী মাহফুজ উদ্দিন বাবু গংয়ের দায়ের করা মিথ্যা, ভিত্তিহীন কয়েকটি মামলার কারণে বারবার শপথ পিছিয়ে যায়। এরপর উচ্চ আদালতে আইনী লড়াইয়ের মাধ্যমে যেইসব জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রেরিত গেজেটেড চেয়ারম্যান নুরুল হুদার শপথ আয়োজনে কোন বাধা নেই মর্মে আলাদা আদেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে বহুল কাংখিত শপথ বাক্য পাঠ করান কক্সবাজারের জেলা প্রশাসক। এর মধ্যদিয়ে দীর্ঘ ২ মাসেরও বেশি সময় চলমান জটিলতার অবসান ঘটলো।
এদিকে শপথ নিতে পেরে মহান রাব্বুল আলামীনের প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) শ্রাবস্তী রায় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চেয়ারম্যান নুরুল হুদা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।