নিজস্ব প্রতিবেদক :
পর্যটন নগরী কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে দেশের বৃহৎ অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন কল ফর ব্লাড ডোনেশনের ৮ম বর্ষপূর্তি। এ উপলক্ষে শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সাতকানিয়া-লোহাগাড়া সমিতির কার্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের উপদেষ্টা কক্সবাজার দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ মোস্তফা কামাল টিপু, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, বাদশা, হাসেম ও সাইফুল ইসলাম মামুন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের খতীব মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল ফর ব্লাড ডোনেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। এর আগে আবদুল্লাহ আল সাবিতের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কল ফর ব্লাড ডোনেশনের কক্সবাজার জেলা শাখার নতুন উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির উপদেষ্টারা হলেন, মোহাম্মদ সাহাব উদ্দিন, শহীদুল ইসলাম শহীদ, আমিনুল ইসলাম হাসান ও আবু তাহের মোহাম্মদ মোস্তফা কামাল টিপু। সাংগঠনিক কার্যক্রমের সার্বিক সফলতা কামনা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্লাড ডোনেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন।
কার্যকরী পরিষদের নব মনোনীত সভাপতি হলেন শাহ নেওয়াজ দিদার, সহ-সভাপতি এমরানুল হাসান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল রহমান নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আকিব, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াদ, সহ-দফতর সম্পাদক মোহাম্মদ রফিক, সমাজসেবা সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ ও সহ-সমাজসেবা সম্পাদক মোহাম্মদ ইমন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।