আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া এলাকায় এক বসত ঘরে র‍্যাপিড এ্যাকশন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ৫হাজার ৫৬০পিস ইয়াবাসহ রিমা আক্তার(২৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক সেই ওই এলাকার আবুল বশরের স্ত্রী।পলাতক আসামি হলেন,নয়াপাড়া এলাকার নুর বশরের ছেলে মো. রবিউল(২২)।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(ল’এন্ড মিডিয়া)অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে আবুল বশরের বসত ঘরের ভেতরে ইয়াবা পাচারের উদ্দেশ্য মজুদ রেখেছে।এমন তথ্যে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় বসত ঘরে অভিযানে যায়।র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক নারীকে আটক করতে সক্ষম হয়।এসময় ধৃতের ভাই মোঃরবিউল(২২)কৌশলে পালিয়ে যায়।পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের বসত ঘর তল্লাশি করে খাটের নিচে ৫হাজার৫৬০পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন,জিজ্ঞেসাবাদে জানা যায়,ধৃত ও পলাতক আসামি দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।