আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হাজম পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার(২১জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঐ এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকার মৃত মমতাজ আহমদের ছেলে মোহাম্মদ আমিন খান(২০) ও পৌরসভার নাইটং পাড়ার ফরিদ আলমের মেয়ে তসলিমা (২২)।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সদর ইউনিয়নের হাজম পাড়া তজিলের বাড়ির সামনে থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়।এসময় ধৃতদের হেফাজতে থাকা ৫হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।