মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ধর্মেছড়ায় ব্রেকফেল করে যাত্রীবাহী জীপ উল্টে নিহত-২,আহত-১৮ ব্যক্তিকে অর্থ সহায়তা দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।
শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ককসবাজার সদর হাসপাতালে ছুটে গিয়ে এ সহায়তা দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন,হতাহতদের খোঁজ খবর নিয়েছেন তিনি। প্রত্যেককে ৫ হাজার করে নগদ টাকা ও শীতবস্ত্র বিতরণ করেছেন।
এদিকে স্থানীয় দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, ঘটনার পর থেকে তিনি হতাহতদের পরিবারের পাশে দাড়িয়েছেন। তাদের পরিবারকে অন্তত ৫০ হাজার টাকার অধিক টাকার সহায়তা তিনি দিয়েছেন। উল্লেখ্য গত বৃহস্পতিবার
উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ধর্মেরছড়ায় উঠনি নামক এলাকায়
ব্রেকফেল করে যাত্রীবাহী ও মালবাহী জীপ দূর্ঘটনার ঘটনাস্থলে মারা গেছে-১জন। পরে রাতে মারা গেছে-১ জন। এ ঘটনায় নিহতরা হলো পাইনছড়ি এলাকার আবদুল কাদের ছেলে জাফর আলম(৫৭) ও মৃংচাথোয়াচিং মার্মা(৬০)।

এদিকে ককসবাজার সদর হাসপাতালে ভর্তি ১৭ জনের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে নিবিড়ভাবে । যাদের নিয়মিত খোঁজখবর নিচ্ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো শফিউল্লাহ। তিনি অর্থ সহায়তা দেন। তিনি বলেন,সড়কটিতে নিয়মিত লোকজন মারা যাচ্ছে আর আহত হচ্ছে।যে সবের কারন উদঘাটন করে সমাধান করা দরকার।