নিজস্ব প্রতিবেদক :
অনাড়ম্বর আয়োজনে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামের জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে বিশেষ এই দিনে কেক কাটেন সাংবাদিকেরা। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, ইউএনবি কক্সবাজার প্রতিনিধি দীপক শর্মা দিপু, চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি নুপা আলম, একুশে টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুল আজিজ, ডিবিসি নিউজের কক্সবাজার প্রতিনিধি শংকর বড়–য়া রুমি, দৈনিক যুগান্তরের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শফি উল্লাহ শফি, একাত্তর টিভির কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেল, এসএ টিভির কক্সবাজার প্রতিনিধি আহসান সুমন, দৈনিক আজকের কক্সবাজার বার্তার বার্তা সম্পাদক এম.এ আজিজ রাসেল, জি টিভির কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, দৈনিক আমার সংবাদের কক্সবাজার প্রতিনিধি শফিউল আলম, সিবিএন মাল্টিমিডিয়ার বিভাগীয় প্রধান শাহেদ মিজান, নিউজ বাংলার কক্সবাজার প্রতিনিধি মুহিব উল্লাহ মুহিব, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, কক্সটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদ, চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন রাসেল, একাত্তর টিভির ক্যামেরা পারসন হেলালসহ আরও অনেকে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।