এস.এম.জুবাইদ,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৫০ বছর।
২১ জানুয়ারি সকাল ৯ টায় উপজেলার এ বি সি আঞ্চলিক মহাসড়কের টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পেকুয়া থানার এস আই আশরাফের নেতৃত্ব সঙ্গী ফোর্স ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট রাত ৯ টায় লিখা পর্যন্ত এ লাশের কোন পরিচয় মেলেনি।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লাশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং বিকালে চট্টগ্রাম লোহাগড়ার এ ব্যক্তি এসে তার সৎ ভাই বলে দাবী করেন। সে নাকি মানষিক ভারসাম্য হীন ছিল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।