আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প এলাকা থেকে অপহরণের সাড়ে ছয় ঘণ্টার পর অপহৃত রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐ ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ের পাদদেশ থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার মোঃ রিদুয়ান (১৬) একই ক্যাম্পের ব্লকে-আই/৪,এফসিএন২৭১৬৯৬ বাসিন্দা জকির আহমদের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে অজ্ঞাতনামা দূস্কৃতকারীরা ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ করে। বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ব্লক-আইস্থ নূরানীপাড়া পাহাড়ের ঢাল হতে সুস্থ অবস্থায় অপহৃত কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।