মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়াঃ
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা প্রতিপালনে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি করোনা প্রতিরোধ সংক্রান্ত সকল প্রকার স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং অন্যান্য বিধিনিষেধ নিশ্চিত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারী শুক্রবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে ৪ টি মামলায় ১২০০/- টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়েছে। তিনি বলেন, সংক্রমন প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ মাস্ক না পড়লে এবং সরকারি আদেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ আরও কঠোর ব্যাবস্থা নেয়া হবে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। সচেতন হোন, নিরাপদ থাকুন।