প্রেস বিজ্ঞপ্তি:
পেকুয়া কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন মরহুম বদিউল আলম চৌধুরীর বাড়িতে বি.এস চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে গেল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইরফানুল হক, বদিউল আলম চৌধুরীর দৌহিত্র ও ডা. হাকিমুল ইসলাম এবং ডা. মুহাম্মদ রুহুল আমিন দিনব্যাপী চিকিৎসা সেবা দিয়েছেন। এতে চিকিৎসা পেয়েছিলেন প্রায় ১৬০ জন এলাকাবাসী।
শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দ্যেশ্যে সচেতনতামূলক দলীয় আলোচনা সঞ্চালন করেছেন চিকিৎসা মনোবিজ্ঞানী তাহমিনা পারভীন। দিনব্যাপী এই প্রোগ্রামে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।