আব্দুল্লাহ সায়েম :
শহরের সমস্যার নেই শেষ আর শহরবাসীর দূর্ভোগ এখন দৈনন্দিন রুটিনের একটি অংশ হয়ে উঠেছে। তেমনি ধুলোবালিতেও অতিষ্ঠ শহরবাসী। এবার দেখা গেল শহরের অতি গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়কের এই মোড়ে ড্রেনের পঁচা পানি ছিটিয়ে ধুলোর নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ড্রেন খনন করার এই স্কেভেটর দিয়ে।
এয়ারপোর্ট রোডের এই মোড়ে কউক নির্মিত চত্বর এর নিচেই রয়েছে ড্রেন।ড্রেনের কাজের সুবাদে ড্রেন টি খননের কাজ চলমান। আর বেলা বাড়তেই এই মোড় সহ শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে দেখা যায় ধুলোর অস্বাভাবিক অত্যাচার। আর এই অত্যাচার থেকে কোনোভাবেই রেহাই মিলছে না শহরবাসীর।
রবিবার সকাল সাড়ে দশটার দিকে দেখা যায় একজন ট্রাফিক পুলিশের সামনেই রাস্তায় ঢালা হচ্ছে ড্রেন থেকে নেয়া সেই পঁচা পানিগুলো। যা স্বাস্থ্যের জন্য চরম হুমকির।
শহরের ধুলোবালিতে অতিষ্ঠ শহরবাসী আর এ নিয়ে বেশ লেখালেখি হওয়ার পরও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক জানান “এই অনিয়ন্ত্রিত ধুলোবালিতে দায়িত্ব পালন করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়,প্রায় সময়ই শ্বাসকষ্ট বেড়ে যায়, অসুস্থ হয়ে পড়ি।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।