মোঃ ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলা সদরের নুইন্যামুইন্যা ব্রীজ বিল নামের এলাকায় মোহছেনা আকতার নামের তরুনীর মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলাবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছে।
ওই তরুনীর কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল ছাবের আহমদের মেয়ে। তার ভ্যানিটি ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ মোঃ আলী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের দল গেছে। তবে আলামত সংগ্রহের জন্য সিআইডির দলকে খবর দেয়া হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলে রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।