মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
রামু’র বন বিভাগের চাঞ্চল্যকর হেডম্যান আলী আহম্মদ হত্যা মামলার এজাহারভূক্ত ১ নম্বর আসামী সাজ্জাদ হোসেন (২০) এবং ৫ নম্বর আসামী সানাউল্লাহ (২১) কে র্যাব-১৫ গ্রেপ্তার করেছে। সোমবার ২৪ জানুয়ারি রাত ৯ টার দিকে বান্দরবান জেলার আলীকদমে আসামীদের আত্মীয়ের বাড়িতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী সাজ্জাদ হোসেন নুরুল আজিমের পুত্র এবং সানাউল্লাহ নুর আহমদ এর পুত্র। উভয় আসামীর বাড়ি রামু’র জোয়ারিয়ানালার বেঙ ডেবা গ্রামে। ধৃত আসামীদ্বয়কে রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে হেডম্যান আলী আহম্মদকে রামু’র বিট অফিসে নির্মমভাবে খুন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।