মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিশিষ্ট বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী ও তাঁর সহধর্মিণী আসমাউল ফাতেমা করোনা আক্রান্ত হয়েছেন। গত ২/৩ দিন ধরে জ্বর, সর্দি সহ বিভিন্ন করোনা উপসর্গে ভুগছিলেন তাঁরা। রাশেদ মোহাম্মদ আলী ও তাঁর সহধর্মিণী আসমাউল ফাতেমা মঙ্গলবার ২৫ জানুয়ারি কক্সবাজার জেলা সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন পদ্ধতিতে দেহের নমুনা টেস্ট করালে তাঁদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
বিশিষ্ট রাজনীতিবিদ রাশেদ মোহাম্মদ আলী’র কন্যা রোজায়না রাশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাশেদ মোহাম্মদ আলী ও তাঁর সহধর্মিণী আসমাউল ফাতেমা কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ নিজ বাসভবনে আইসোলেসনে থেকে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ডা. আবু মোহাম্মদ শামসুদ্দিন এর তত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
রাশেদ মোহাম্মদ আলী ও তাঁর সহধর্মিণী আসমাউল ফাতেমা’র সুস্থতার জন্য তাদের কণ্যা রোজায়না রাশাদ মহান আল্লাহর অসীম রহমত ও সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ আসার পর রাশেদ মোহাম্মদ আলী তাঁর নিজস্ব ফেসবুক আইডি-তে মঙ্গলবার ২৫ জানুয়ারি বাংলা ও ইংরেজি ভাষায় একটি আবেগময় স্ট্যাটাস দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। নিম্মে ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“আমি বরাবরই পজিটিভ মানুষ। চিন্তা ও মননেও পজিটিভ। এতোদিন এর সার্টিফিকেট পাইনি। আজকে সকাল ৯.৩০ টায় সস্ত্রীক পজিটিভ সার্টিফিকেট পেলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর ফায়সালাই চুড়ান্ত। দোয়া করি সবাই ভাল থাকবেন।
I have always been a positive person. Thoughts and minds are also positive. I haven’t received its certificate so far. Today at 9.30 am I with my wife got the positive certificate. Alhamdulillah. Allah’s judgment is final. I wish everyone well.”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।