মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ড দৃষ্টিনন্দন ও উপভোগ্য করতে বৈচিত্র্যময় বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা অচিরেই বাস্তবায়ন করা হবে। উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমদ মঙ্গলবার ২৫ জানুয়ারি একথা বলেন।
ইউএনও আরো জানান, উখিয়া উপজেলা পরিষদের রাস্তা সম্প্রসারণ, রাস্তার পাশে দৃষ্টিনন্দন লেক, হাটার রাস্তা, বিশ্রামের চেয়ার নির্মাণ, শিশুদের জন্য উখিয়ায় প্রথম শিশুপার্ক নির্মাণ এর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মঙ্গলবার ২৫ জানুয়ারি উখিয়া উপজেলা প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা, রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সংশ্লিষ্টদের নিয়ে তিনি উপজেলা কমাপাউন্ড পরিদর্শন করেন। ইউএনও নিজাম উদ্দিন আহমদ বলেন, আশা করছি খুব শীঘ্রই পরিকল্পনা সমুহ বাস্তবে রূপ নেবে এবং জনসাধারণ এর সুফল ভোগ করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।