মোঃ ফারুক, পেকুয়া:
পেকুয়া উপজেলার নাইন্যামুইন্যা বীজের পাশে পাওয়া মোহছেনা (৩০) হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রিদুয়ান (৩২) সহ দুইজনকে আটক করেছে পুলিশ ও র্যাব।
বুধবার (২৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার বদরখালী থেকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বদরখালী এলাকায় অভিযান চালিয়ে মোহছেনার ঘাতক স্বামী রিদুয়ানকে আটক করে পুলিশ।
অন্যদিকে র্যাব-৭ এর একটি দল ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে বদরখালী লাল ব্রীজ এলাকা থেকে আরেকজনকে আটক করে। এসময় পুলিশের একটি দলও র্যাবের সাথে ছিলেন। তাকে র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
প্রধান অভিযুক্ত রিদুয়ানক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।