আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে সাড়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজারের ঝিমংখালীতে এ অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ বন বিট কর্মকর্তা মো. আবুল কালাম সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একটি চক্র হোয়াইকংয়ের ঝিমংখালী থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস পাচার করছে- এমন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ শিকারির দল দ্রুত পালিয়ে যায়।

পরে প্লাস্টিক মুড়ানো ২৫ কেজি ৫০০ গ্রাম মাংস উদ্ধার করা হয়। উদ্ধার করা হরিণের মাংসে কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শিকারিরা হরিণের মাংস ফেলে বনের ভিতর পালিয়ে যায়।
এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান বিট কর্মকর্তা।