সিবিএন:
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় ছুরি ঠেকিয়ে জনসম্মুখে এক যুবকের কাছ থেকে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী।
সোমবার রাত ১০টার দিকে বার্মিজ মার্কেট বইল্যা পাড়া সড়কের মাথায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে ছিনতাইকারীর দল। এর মধ্যে ইমন নামের একজন চিনতে পারার কথা জানিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী জানায়, তিনি টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে বাজার করার জন্য যাচ্ছিলেন। এর মধ্যে হঠাৎ ইমনের নামের এক ছিনতাইকারীর নেতৃত্বে নেতৃত্বে একদল বখাটে এসে পেটে ছুরি ঠেকিয়ে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
প্রকাশ্যে ও জনসম্মুখে সংঘটিত ছিনতাইয়ের কথা জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরাও।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছিনতাকারীরা সবাই মাতাল অবস্থায় ছিলো। এদের মধ্যে ছিনতাইকারীর লিডার জেলফেরত আসামী। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।