মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বুধবার ২ ফেব্রুয়ারী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৬৭ জনের নমুনা টেস্ট করে ৪১৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৮৫১ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ‘পজেটিভ’ রিপোর্ট আসা ৪১৬ জনের মধ্যে ৯ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। অবশিষ্ট ৪০৭ জনের মধ্যে ১ জন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রোগী। বাকী ৪০৬ জন সকলেই কক্সবাজারের নতুন রোগী।

এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ৬৮ জন, রামু উপজেলার রোগী ৮ জন, উখিয়া উপজেলার রোগী ৭৬ জন, টেকনাফ উপজেলার ৭৭ জন, চকরিয়া উপজেলার ২৪ জন, পেকুয়া উপজেলার ৩ জন, মহেশখালী উপজেলার রোগী ১১ জন এবং ১৩৯ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১৩ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন। তারমধ্যে, ৩৫ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে। বাকী ২৭৮ জন কক্সবাজারের স্থানীয় নাগরিক।

আবার, সারাদেশে ২ ফেব্রুয়ারী বুধবার মোট ১২ হাজার ১৯৩ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। একইদিন সারাদেশে করোনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে বুধবার নতুন রোগী শনাক্ত করা হয়েছে ১২ হাজার ১৯৩ জন। একইদিন শনাক্তের হার ২৭’৪৩% ভাগ।