সাজন বড়ুয়া সাজু:

টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন হরিখোলা স্টুডেন্টস এসোসিয়েশনে উদ্যোগে ২০২১ সালে অত্র এলাকায় এসএসসি পরিক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার অত্র সংগঠনের উদ্যোগে হরিখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সংগঠনের ধর্মীয় সম্পাদক বাবু কালিতাইন চাকমার ত্রিপিটক পাঠ ও সাধারণ সম্পাদক লামং চাকমার সঞ্চালনায় এই অনুষ্ঠান শুরু হয়।এতে সভাপতিত্ব করেন কক্সবাজার তঞ্চঙ্গ্যা-চাকমা স্টুডেন্টস কাউন্সিল’র সাধারণ সম্পাদক বাবু অংচিতাইন চাকমা রনি।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিখোলা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মোত্তালিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নূর মোহাম্মদ,সহকারী শিক্ষক বাবু নিমং চাকমা,বিশিষ্ট সমাজ সেবক বাবু কমল হেডম্যান,টেকনাফ উপজেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি মনি স্বপন চাকমা,সাধারণ সম্পাদ বাবু প্রভাত আলো চাকমা,হরিখোলা বৌদ্ধ বিহার কমিটির সাধারণ সম্পাদক বাবু মঙ্গলময় চাকমা, হোয়াইক্ষ্যং ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি চন্দ্রমনি চাকমা ,হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সায়েম উল হক, হরিখোলা স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি বাবু মানিক চাকমা,সহ-সভাপতি সুজন চাকমা, সাংগঠনিক সম্পাদক নিপল চাকমা, অত্র সংগঠনের সদস্য ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিল।
এই সময় অনুষ্ঠানে আগত অতিথিরা বক্তব্যে বলেন এমন কাজ সর্বদা প্রশংসনীয় এবং মহৎ উদ্যোগ। তাই আয়োজকদের ধন্যবাদ জানান এছাড়া এমন কাজে সংগঠনের যেকোনো সময় সর্বাত্মক সহযোগীতা এবং পাশে থাকবেন বলে আশ্বাস দেন।