প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

প্রতিবছরের মত স্বাস্থ্যবিধি মেনে এফবিসিসিআই এর  সার্বিক সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টার দিকে (৪ ফেব্রুয়ারি ২০২২) শহরের বাইপাস সড়ক পালস্ স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

স্থানীয় সুবিধাবঞ্চিত দুস্থ নারী-পুরুষ, দিনমজুর, প্রতিবন্ধী  এবং এতিমদের মাঝে কম্বল দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার চেম্বার অফ কমার্স এর সভাপতি আবু মোরশেদ চৌধুরী, পরিচালক শহীদ রাসেল নেওয়াজ, পরিচালক নুরুল আলম, পরিচালক আবেদ হাসান সাগর এবং অফিস সহকারী আব্দুল মালেক নাঈম।