নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে জেলাব্যাপি উদযাপিত হয়েছে শ্রীশ্রী বাণী অর্চনা (সরস্বতী পূজা)। এদিকে শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা, সদর ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল কর ও সাধারণ সম্পাদক বেন্টু দাশের নেতৃত্বে কক্সবাজার সরকারী কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, সরকারী মহিলা কলেজসহ শহরের প্রায় সব মন্ডপ পরিদর্শন করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, সাজু পাল, সুজন শর্মা জন, প্রিতম ধর, শুভ দাশ, রনি ভট্টাচার্য্য প্রমুখ। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পূজা সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আজ (রবিবার) দুপুর ১টা থেকে বিকাল ৪টার মধ্যে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রতিমা বির্সজন দেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।