মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
রামু মিলেনিয়াম-২০০০ ব্যাচ এর “বন্ধুত্বের বন্ধনে মিলেনিয়াম ঐক্যবদ্ধ” দীর্ঘদিন পর পর্যটন নগরী কক্সবাজার জেলার রম‍্যভূমি রামু উপজেলায় ২০০০ সালের এসএসসি ব‍্যাচের মিলেনিয়াম সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। দিনটিকে স্মরণীয় রাখার প্রয়াসে ভিন্নতার চাদরে কর্মসূচির আয়োজন করা হয়।ব‍্যস্ত জীবনে বিভিন্ন কর্মক্ষেত্র থেকে এসে সকল বন্ধুরা মিলিত হয় বাঁধভাঙ্গা আনন্দ উচ্ছাসে।

একজন আরেক জনকে পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেয়া হয় বন্ধুদের পরিবার-পরিজনের।
আমাদের ক্ষুদ্র পরিসরে আয়োজন-রাজারকুল নছরত আছিয়া সঃ প্রাঃ বিঃ  প্রাঙ্গণে সন্ধ‍্যা থেকে রাত ১২টা পর্যন্ত নাস্তা,রান্না,নৈশ ভোজ,গান-আড্ডা আর র‍্যাফেল ড্র ছিলো।মিলেনিয়াম-২০০০রামুর আহবায়ক কমিটির উদ্যোগে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমাদের বন্ধুরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় কর্মরত আছে।এদের মধ্যে কেউ পুলিশ কর্মকর্তা, ব‍্যাংক কর্মকর্তা,সাংবাদিক,রেফারী,প্রবাসী, আইনজীবী সহকারী,বিশিষ্ট ঠিকাদার সহ কেউ হয়েছেন বিশিষ্ট ব‍্যবসায়ী।আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা জানান-মিলনিয়ামের বন্ধন চিরদিন অটুট থাকুক সেই রামু থেকে শুরু করে উপজেলা, জেলা,বিভাগ ও সারাদেশ ব‍্যাপী বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষ্যে মিলেনিয়াম-২০০০ ব‍্যাচ অগ্রণী ভূমিকা রাখবে।মিলেনিয়াম-২০০০রামুর ব‍্যাচের সাথে ০১৮২১-৫৭৪৭২১ এবং ০১৮৪১-৭৫৭০৭৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।

৪ ফেব্রুয়ারি শুক্রবার রামু মিলেনিয়ামের বনভোজনের বিভিন্ন কর্মসূচি সুন্দর ও সফল ভাবে সম্পন্ন হয়।