মোহাম্মদ নুরুদ্দোজা, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারী সকালে অনুষ্ঠিত হয়। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠেয় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলম এমএ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবদুল মন্নান, আল বলাগুল মুবিন মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি মাওলানা এনামুল হক, সৈয়দ আবদুল কাদের আফেন্দী, চকরিয়া উপজেলা টিকাদার সমিতির সভাপতি শফিকুল কাদের, সাংবাদিক মাঈনুদ্দীন হাসান সাহেদ, ফাঁসিয়াখালী ইউপি’র সচিব নুরুল কবির । প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে প্রসিদ্ধ। এখানে অনেক আলেম উলামাগণ বসবাস করেন। সকলেই সম্প্রীতি বজায় রেখে এই ইউনিয়ন কে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আগামী অর্থবছরে ওনার তহবিল থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার আশ্বস্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, তুলনা মূলক ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে উল্লেখ করে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধির পরামর্শ দেন।
নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন দায়িত্বভার গ্রহণ করে আজকে অভিষেক অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে পারায় সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৫ বছর ইউনিয়ন পরিষদের কাজকর্ম সঠিক ভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।