সেলিম উদ্দিন, ঈদগাও:
কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস- পিকআপ ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল রোববার দিনগত রাত সাড়ে টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া মইক্ক্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেন, চট্টগ্রামমুখী একটি বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে।
নিহতের মধ্যে দুইজন দূর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক ও অপরজন বাসের যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।