বার্তা পরিবেশক:
কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের পাটুয়ারটেকে অবস্থিত প্রসিদ্ধ রেস্টোরেন্ট কোরাল স্টেশনে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
৯ ফেব্রæয়ারি দুপুরে আকস্মিক ৩০/৪০ জনের একদল লোক এই হামলা চালিয়েছে। হামলাকারীরা ওই রেস্টুরেন্টে ব্যাপক ভাংচুর করেছে। এসময় হোটেলে এক কর্মচারীকে আঘাত করেছে। এই ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শন করেছেন উখিয়ার থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ। চাঁদার দাবিতে স্থানীয় আবু তাহের গং এর লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রেস্টুরেন্টের কর্মচারীরা জানিয়েছেন, স্থানীয় আবু ছিদ্দিক ও মঞ্জুর আলমের নেতৃত্বে হঠাৎ একদল স্বশস্ত্র লোকজন কোরাল রেস্টুরেন্টে হামলে পড়ে। মুহূর্তের মধ্যে তারা পুরো রেস্টুরেন্টের ভিতরে ও বাইরে ভাংচুর চালায়। এসময় সব কর্মচারী পালিয়ে হামলা থেকে রক্ষা পেলেও এক কর্মচারীকে মাথায় আঘাত করা হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোরাল স্টেশনের ব্যবস্থাপনা জয়নাল আবেদীন জুয়েল অভিযোগ করেছেন, স্থানীয় আবু তাহের গংয়ের লোকজন তাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না দেয়ায় এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এক সময়ের নির্জীব পাটুয়ার টেককে পর্যটন সেক্টরের জন্য আলোকিত করে তুলেছে কোরাল স্টেশন। দীর্ঘকাল আগে চরম আর্থিক ঝুঁকি নিয়ে এই রেস্টুরেন্ট স্থাপন করেছিলেন জয়নাল আবেদীন জুয়েলসহ তার অংশীদাররা। এই রেস্টুরেন্টকে কেন্দ্র করে পুরো পাটুয়ারটেক আলোকি হয়ে উঠেছে। কক্সবাজারে পর্যটনের সম্ভাবনাময় স্থান হয়ে উঠেছে পুরো এলাকা। পর্যটনে বড় ধরণের অবদান এই রেস্টুরেন্টে হামলা খুবই দুঃখজনক। তাই হামলাকারীদের বিচার চেয়েছেন ভুক্তভোগীরা।
সম্প্রতি সংঘটিত একটি ধর্ষণকান্ডসহ কিছু ঘটনায় কক্সবাজারের পর্যটন শিল্পে মারাত্মক প্রভাব পড়েছে- পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে। কোরাল রেস্টুরেন্টে হামলাও পর্যটন শিল্পের জন্য অশনি সংকেত বলে মনে করছেন সচেতমন মহল। তাই পর্যটন শিল্পের স্বার্থে হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
উখিয়ার থানার ওসি সঞ্জুর মোরশেদ জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।