সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর ‘ওসমান ভবন’ দেশের বিশিষ্টজনদের পদভারে মুখরিত। শনিবার (১২ ফেব্রুয়ারি) দেশবরেণ্য রাজনীতিক, বিচারপতি, উচ্চ পদস্থ (অব.) কর্মকর্তা, চিকিৎসক, পাইলট ও ব্যবসায়িরা স্ব-পরিবারে ঐতিহ্যবাহি ওসমান ভবনে শুভাগমন করেন।
সম্মানিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিবেশ-বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বাংলাদেশ নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, একজন বিচারপতি, সিনিয়র পাইলট রফিক উদ্দিন, বিশিষ্ট সিকিৎসক ডা. আজম ও অষ্ট্রেলিয়ার বিশিষ্ট ব্যবসায়ি মঈনুল হোসেনসহ তাদের পরিবারের সদস্যদের দুপুরে ওসমান ভবনে স্বাগত জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি ও এমপি কমলের সহধর্মিণী সৈয়দা সেলিনা সরওয়ার।
অতিথিরা এমপি কমলের আতিথিয়তায় মুগ্ধ হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ওসমান ভবনে দীর্ঘক্ষণ সময় কাটান। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সংগঠক রামুর আজিজ মিঞার স্ত্রীর মৃত্যুতে এমপি কমলের শোক প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি:
রামু থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আজিজুল ইসলামের (আজিজ মিঞা) স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এক শোকবার্তায় এমপি কমল আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মরহুম আজিজুল ইসলামের (আজিজ মিঞা) স্ত্রী শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রামু অফিসের চরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার (১৩ ফেব্রæয়ারি) জোহরের নামাজের পর রামু অফিসেরচরস্থ ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রসা সংলগ্ন ‘ফতেখাঁরকুল সিকদার কেন্দ্রীয় জামে মসজিদ’ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন, সামাজিক অঙ্গনে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।