হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নস্থ খোন্দকারপাড়ায় আল্লামা মুহাম্মদ ফোরকান শাহ (রহ.) ইসলামী কমপ্লেক্সের ২২তম বার্ষিক সালানা জলসায় মাহফিল সম্পন্ন হয়েছে। হাজার হাজার দুর দুরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।

গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বাদে ফজর খতমে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়েই মধ্যরাত পর্যন্ত আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদ এবং নূরাণীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মাহফিল দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। এতে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামীক স্কলার বরেণ্য মিড়িয়া ব্যত্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ কাযী মঈনুদ্দীন আশরাফী (মাঃ জাঃ আঃ)। আল্লামা মুহাম্মদ ফুরকান শাহ (রহ.) ইসলামি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজাদা হযরতুলহাজ্ব হাফেজ মাওলানা আ.ন.ম কামরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন- জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক, হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ তারেকুল ইসলাম আল-ক্বাদেরী, হাজী সাহেব মিয়া সওদাগর জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মিনহাজুল আবেদীন আল-ক্বাদেরী, মুহাম্মদিয়া মাঈমুনিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক,মুহাম্মদ ফরিদুল আলম রেজভী, মাওলানা দলিলুর রহমান আল-ক্বাদেরী-হোয়ানক মহেশখালী। ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মুদাররিস্ হাফেজ মাওলানা মুহাম্মদ হেফাজত উল্লাহ ফুরকানী, আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদের খতিব মাওলানা ই.এম জুবাইর উদ্দিন ফুরকানী, কামিতারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুফিজুর রহমান আল-ক্বাদেরী, দক্ষিণ খোন্দকারপাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ফজলুল কাদের আল-ক্বাদেরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ মনজুর আহমদ, ২য় দিনের অধিবেশনে সংবর্ধিত/প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবজোমের নবনির্বাচিত চেয়ারম্যান এড.শেখ কামাল এতে সংবর্ধিত/বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের-০৯নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার সালামত সিকদার। গাউছিয়া কমিটির বাংলাদেশ,কক্সবাজার প্রচার সম্পাদক মুহাম্মদ হোছাইন ইসলাম বাহাদুর, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা মহেশখালী দক্ষিণ শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুচ্ছাফা কাদেরী, একারামুল হুদা কোম্পানী, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রবিউল আলম রবি, কুতুবজোম ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার শেকাব উদ্দিন।

এছাড়াও ১ম দিনের অধিবেশনে আল-ফোরকান গাউসুল আজম জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শফিউল আলম খাঁনের সভাপতিত্বে স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন। সমাপনীদিনে মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।