এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ ও শিক্ষক-কর্মচারীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুম মিলনায়তনে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক আনছারুল করিমের সঞ্চালনায় এ মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

মত বিনিময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল করিম সাঈদী বলেন, শিক্ষকগণ হচ্ছে মানুষ গড়ার কারিগর। কোভিডের কারণে ছাত্র-ছাত্রীদের পাঠদান ও পড়া-লেখার যথেষ্ট ক্ষতি হয়েছে। একজন আদর্শ শিক্ষক তার শিক্ষকতার কারিশমা দিয়ে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। তাই তিনি শিক্ষকগণকে শ্রেণি পাঠদান কার্যক্রমে যথেষ্ট ভাবে আন্তরিক ও মনোযোগী হতে হবে। এ প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হলে শিক্ষার্থীরা যেন কোন ধরণের মোবাইল ব্যবহার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে শিক্ষকদের। যাতে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনায় মনোযোগী হয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে পর্যায়ক্রমে সবকিছু ঢেলে সাজানো হবে। শুধু প্রয়োজন সকলের সহযোগীতা ও আন্তরিকতা। এছাড়াও পরীক্ষার ফলাফল, ক্রীড়া, সংস্কৃতিসহ সবকিছু অর্জনে বিদ্যালয়ের যে সুনাম রয়েছে তা ধরে রাখার জন্য সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য হাজী আবু মো: বশিরুল আলম, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক শিক্ষক আবদুর রাজ্জাক, প্রতিষ্ঠাতা সদস্য এ.বি.এম সাকের, দাতা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: আলাউদ্দিন, দাতা সদস্য মোজাম্মেল হক। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা পর্ষদের সদস্য শওকত হোসেন, নুরুল মোক্তাদির লিটন, এম.মনছুর আলম, সাইফুল কাদের সোহেল, সংরক্ষিত অভিভাবক সদস্যা ইছমত আরা বুলু, শিক্ষক প্রতিনিধি মাস্টার জাইদুল হক, মাস্টার রিদুয়ানুল হক ও শিক্ষানুরাগী সদস্য মাস্টার আবু শোয়াইব।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবচারসহ বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখার সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও শিক্ষকদেকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এছাড়াও যারা প্রতিষ্ঠাতা, দাতা সদস্য জীবিত রয়েছেন তাদের সু-স্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করেন। মতবিনিময় সভা শেষে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষথেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী উপহার ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।