শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
পুষ্টি, মেধা, দারিদ্য বিমোচন-প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন-এ স্লোগানকে সামনে রেখে
বুধবার (১৬ ফেব্রুয়ারী ) সকালে ভূমি অফিসের মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ ।
উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মোঃ শাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী, আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ খামার মালিকগণ উপস্থিত ছিলেন।
সারাদিন ব্যাপি উৎসবমূখর প্রদর্শনীতে বরাদ্দকৃত ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা পশু-পাখি প্রদর্শন করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।