দেলওয়ার হোসাইন ,পেকুয়া :
প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা
ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয়ে ।
মগনামা উচ্চ বিদ্যালয়রের এডহক কমিটির সভাপতি কর্তৃক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আহমদকে অপসারণ করে বহিরাগত লোক দিয়ে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়ায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা ।
প্রতিবাদে বুধবার (১৬ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন অনুষ্টিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা এসময় প্রধান শিক্ষককে অফিসে ঢুকতে না দেয়ায় বিদ্যালয়ের অচল অবস্থার সৃষ্টি হয়েছে ।
এডহক কমিটির সভাপতিকে অপসারণ করে প্রধান শিক্ষকের অফিসের কক্ষের তালা খুলে দিয়ে প্রভাব মুক্ত বিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবী করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা মিছিল সহকারে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে স্বারক লিপি প্রদান করেন ।