এম.এ আজিজ রাসেল:
ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে শুরু হয়েছে সেমিফাইনাল লড়াই। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ বনাম পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্স। তীব্র উত্তেজনাকর ম্যাচে ৩০ রানে জয়লাভ করে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ। এতে শিরোপা জয়ের একধাপ এগিয়ে গেল দলটি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে ট্রসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে টুর্নামেন্টের সবোর্চ্চ ২১০ রানের টার্গেট দেয় মহেশখালী। দলের পক্ষে আউ ৫৪ রান, মং খিন উ ৩৫ রান, সানি ৩২ ও ক্য থেনরী ২৬ রান করে। পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের ক্য প্রম্ন ২টি, আউ ২টি, ক্য নাইন ও আক্য ১টি করে উইকেট লাভ করে।

২১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা দারুণ করে পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের দুই ওপেনার ক্য প্রম্ন ও দলের অধিনায়ক আউ। ক্য প্রম্ন ব্যক্তিগত ৩৭ রানে আউট হলেও দলের হাল ধরেন আউ। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৭২ রান। এদিকে দুই ওপেনার হারিয়ে থমকে যায় রানের চাকা। সেই সাথে ম্যাচ জয়ের স্বপ্নও ক্ষীণ হয়ে উঠে। সর্বশেষ আক্য ১৯ রান করে দলকে বড় হারের পথ থেকে রক্ষা করে। নির্ধারিত ওভার শেষ হলে ৩০ রানের পরাজয়ের গ্লানি ঘিরে ধরে পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের খেলোয়াড়দের। মহেশখালীর ক্য থেনরি ২টি ও মংখিন উ ১টি উইকেট লাভ করে। ২ উইকেট ও ৭২ রান করে ম্যাচ সেরা হয় পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সের অধিনায়ক আউ।

ম্যাচ সেরা উলামংকে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, সাধারণ সম্পাদক জ জ রাখাইন ও মহেশখালী পৌরসভার কাউন্সিলর জনি মং।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) একই সময় ও ভেন্যুতে মুখোমুখি হবে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ বনাম বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স।