আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সাবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ায় নির্মিতণাধীন প্রধানমন্ত্রীর উপহারের ‘ক শ্রেণীর’ ঘর পরিদর্শন করেন চট্রগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী। ওইসময় ঘরের নির্মাণকাজে ব্যবহৃত ইট, ইটের খোয়া, বালির গুনগত মান যাচাই করে দেখেন, লোহা স্পেসিফিকেশন মত আছে কিনা দেখেন তিনি। সার্বিক অগ্রগতি ও মান দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মাননীয় প্রধানমন্ত্রীর এমন ঘোষনার প্রেক্ষিতে সারা দেশে সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ক শ্রেণীর ঘর। টেকনাফ উপজেলায় ৫২৩ জন ভূমিহীন পরিবার পাবেন জমিসহ এসব ঘর।
এ পর্যন্ত ২৬২টি ঘর ইতোমধ্যে উপকার ভোগীদের মাঝে দলিলসহ হস্তান্তর করা হয়েছে। আরও ৪০টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এমন মহতী উদ্যোগ সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে। যারা এ কাজের সাথে সংশ্লিষ্ট তারাও ইতিহাসের অংশ হয়ে থাকবে।’ স্থনীয় জনপ্রতিনিধিসহ সকলকে এ মহতী উদ্যোগে অংশ গ্রহনের জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।