নীতিশ বড়ুয়া, রামু (কক্সবাজার):
বঙ্গবন্ধুর বাংলা বিজয়ের ৫০ বছর ও জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক ৭ মার্চ থেকে কক্সবাজারের রামুতে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু উৎসব’। রামু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সাতদিন ব্যাপী বর্ণাঢ্য এ উৎসব গত জানুয়ারি মাসে উদযাপিত হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সকল প্রস্তুতি থাকা সত্বেও বঙ্গবন্ধু উৎসব স্থগিত করে উৎসব উদযাপন পরিষদ। উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু উৎসব সফল করতে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর নেতৃত্বে কক্সবাজারের রামু উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও রামুর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের দায়িত্বশীলদের সমন্বয়ে ৫০১ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু উৎসব’ উদযাপন পরিষদ গঠন করা হয়।
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রামুর বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদ বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮ টায় রামু খিজারী উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান সাইমুম সরওয়ার কমল এমপি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা, প্রবীন আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, গোলাম কবির, ইসহাক বাঙ্গালী, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক মাষ্টার কিশোর কুমার বড়–য়া, বাংলানিউজ ২৪ ডট কমের ডেপুটি এডিটর সাংবাদিক তপন চক্রবর্তী, শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিক আহমদ, অর্থ সম্পাদক সজল বড়–য়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহবায়ক তরুপ বড়–য়া, নাট্যকর্মী সুশান্ত পাল বাচ্চু, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক কোম্পানী, বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের কো-চেয়ারম্যান পলক বড়–য়া আপ্পু, মো. নবু আলম, রাজু বড়–য়া, খালেদ শহীদ, তপন মল্লিক, নীতিশ বড়–য়া, মহা-সচিব সালাহ উদ্দিন, যুগ্ম মহাসচিব আনচারুল হক ভুট্টো, শফিকুল ইসলাম কাজল, আপন বড়–য়া, ক্রীড়া সংগঠক প্রকাশ সিকদার, মাষ্টার আব্দুর রহিম, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সীপন বড়–য়া, রেফারী ওমর ফারুক মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এমপি কমলের একান্ত সচিব মিজানুর রহমান মিজান, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, বঙ্গবন্ধু সৈনিকলীগ রামুর সভাপতি মিজানুল হক রাজা, সহ-সভাপতি আসাদ উল্লাহ, সাবেক ছাত্রলীগনেতা কাইছার মাহমুদ প্রমুখ।
বঙ্গবন্ধু উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান সাইমুম সরওয়ার কমল এমপি রাষ্ট্রীয় সফরে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ ভারতে অবস্থান করবেন। এসময়কাল পর্যন্ত কো-চেয়ারম্যান পলক বড়ুয়া আপ্পু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।