প্রেস বিজ্ঞপ্তি:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি ২০২২ইং সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসুচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে পবিত্র শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সূর্যোদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন। সকাল ৯.০০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ৯.৩০ মিঃ ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকাল ৩.০০ টায় স্বাস্থ্যবিধি মেনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা।

উক্ত কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।