নিজস্ব প্রতিবেদক:
রামুতে এস এম সাদ্দাম হোসাইন ব্যাটমিন্টন টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্ববোধন করা হয়েছে।
রামুর দক্ষিণ ফতেখাঁরকুল এলাকায় এই ব্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা করা হয়। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
এসময় এস এম সাদ্দাম হোসাইন জানান, “ছাত্রলীগ সবসময় ক্রীড়াবান্ধব ছাত্র সংগঠন এবং ক্রীড়ামোদী ছাত্রদেরকে খেলাধুলায় সুন্দর ভবিষ্যত গড়ার প্রচেষ্টায় পাশে থাকবে।”
টুর্নামেন্টে পুরো কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৪৮টি দল অংশগ্রহণ করে। ১৫ দিন ব্যাপী চলবে টুর্নামেন্টটি।
টুর্নামেন্টের আয়োজক আল মঈন যুব সংঘের সভাপতি মোঃ ফাওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানের শুভ উদ্ববোধন করেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন।
এসময় আরো বক্তব্য রাখেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ফতেকারকুল ইউনিয়ন পরিষদের সদস্য জাফর আলম সওদাগর, গিয়াস উদ্দিন কোম্পানি, মিজানুর রহমান সহ প্রমুখ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।