মোস্তফা কামাল:
পার্বত্যঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বর্তমান আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পার্বত্য এলাকায় সড়ক যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসাক্ষেত্রসহ নানামুখী উন্নয়ন চলমান রয়েছে। সরকার পার্বত্য চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, রাস্তা ঘাট কালভার্ট ও সেতু নির্মাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে শত শত কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে। চলমান উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দেড় বছরের মধ্যেই অতিতের দুর্গম এই বান্দরবান হবে দেশের ৬৪ জেলার মধ্যে সেরা একটি মডেল জেলা। এর সুফল ভোগ করবে পার্বত্যবাসী।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
ইউনিয়নের হারগাজা উচ্চ বিদ্যালয় মাঠে
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মোহাম্মদ হোছাইন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাছির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান প্রমুখ। এসময় অনুষ্ঠানে বান্দরবান উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বান্দরবান এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও লামা উপজেলার ৭ ইউপি সকল চেয়ারম্যান এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও জেলা-উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।