মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

সোমবার ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান এর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুল খালেক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল ও এডভোকেট রনজিত দাশ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, প্রচার সম্পাদক কাউন্সিলর এম. এ মনজুর সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।