হাবিবুর রহমান সোহেল:
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ২১ ফেব্রুয়ারী সোমবার দুপুরে গর্জনিয়া বাজারে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার জমি অবৈধ দখলদার থেকে উদ্ধার না হলে অন্দোলন অব্যাহত থাকবে বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউল হক চৌধুরী জানান- তৎকালিন মাদ্রাসার সহসভাপতি নুরুল আমিন প্রতিষ্টানের জমিতে চুক্তিভিত্তিক দোকান ঘর করেছিলেন। বর্তমানে মাদ্রাসার সহসভাপতি কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো.ইসমাঈল নোমান। দোকানের সব ভাড়াটিয়াকে মাদ্রাসার সঙ্গে নতুনভাবে চুক্তি করতে বলায় একজন ভাড়াটিয়া চুক্তি করছে না।
তবে সেই দোকানের ভাড়াটিয়া সেলিম বলছে- ছয় বছর আগে নুরুল আমিন কোম্পানি থেকে ভাড়া নিলেও বর্তমানে মাদ্রাসা কর্তৃপক্ষ দোকানের মালিকানা দাবি করছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক শিক্ষাপ্রতিষ্টানের জমি উদ্ধার জরুরি বলছেন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।