আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ খুরশিদা (২৪) নামে এক নারীকে আটক করা হয়েছে।

সোমবার(২১ফেব্রুয়ারী) ভোরে উপজেলার সদর ৩ নং ওয়ার্ড তুলাতলি গ্রামের দেলোয়ার হোসেনের বসত বাড়ি থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক নারী হলেন, উখিয়া জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১ এর ডি/রুম নম্বর ৩২৫ এফসিএন নম্বর ৩৫১২৩৪ এর বাসিন্দা নুর ইসলামের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাফীর নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সদরের তুলাতলি গ্রামের দেলোয়ারের বসত-বাড়ির ভিতর থেকে ২ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।