হ্যাপী করিম, মহেশখালী:
১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছিল বাংলা ভাষার অধিকার, সেসব শহীদের স্মরণে মহেশখালী প্রেসক্লাবের উদ্যোগে মহেশখালী কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে সোমবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২ টাকা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও দুপুরে প্রেসক্লাবের কার্যালয়ে হতমে কোরআন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালী প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ছালামত উল্লাহ বিএ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি ছৈয়দ মোস্তফা আলী, যুগ্ম সম্পাদক গাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এম তারেক রহমান, অর্থ সম্পাদক মকছুদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক, এম বশির উল্লাহ, রমজান আলী, সরওয়ার কামাল, সিরাজুল হক সিরাজ। এসময় আরো উপস্থিত ছিলেন… আবদুল্লাহ শাহারিয়ার বাপ্পী’সহ বিভিন্ন সংবাদ পত্রিকায় গনমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শুরুতে হতমে কোরআন ও ৫২’র ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মহেশখালী উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা কাজী মোরতাজ আহাম্মদ মোনাজাত শেষে মহেশখালী প্রেসক্লাব নেতৃবৃন্দরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।