সংবাদ বিজ্ঞপ্তি :
সর্বস্তরে বাংলা প্রচলনের দাবী জানিয়েছেন কক্সবাজারের সাংবাদিক নেতারা। ২১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সভায় এ দাবী জানানো হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যােগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আবু তাহের চৌধুরী।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সিবিইউজে সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, বিপ্লব কান্তি দে সুরেশ, সুজাউদ্দিন রুবেল ও আইরিন আকতার বক্তব্য রাখেন।
সভায় পর্যটন শহরের সরকারি-বেসরকারী সকল প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলা অক্ষরে লেখার দাবী জানানো হয়।
পর্যটন নগরীর সাইনবোর্ডগুলো বাংলায় লেখার দাবী সাংবাদিক নেতাদের
