মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার অনুুষ্ঠিতব্য কার্যকরী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পরিচিতি সভায় প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়েছেন। প্রার্থীরা তাঁদের বক্তব্যে আশ্বস্ত করেছেন, সমিতির পক্ষ হতে আইনজীবীদের মৌলিক ও ন্যায্য সকল অধিকার পূরণের। নির্বাচন কমিশনের উদ্যোগে
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট অধ্যক্ষ মুহাম্মদ বাকের এর সভাপতিত্বে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এ পরিচিতি সভা মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মূল ভবনের হলে বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়।
প্রার্থীরা নির্বাচিত হলে আইনজীবীদের কল্যান তহবিল (পেনশন) এর অর্থ বৃদ্ধি, বর্তমান আদালত ভবন এলাকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের জন্য জায়গার ব্যবস্থা, চিকিৎসা তহবিল গঠন, চেম্বার সংকট নিরসনে আরো ২ টি নতুন ভবন নির্মাণের উদ্যোগ, কক্সবাজার জুডিশিয়ারিকে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নতকরণ, আইনজীবী ভবনে প্রসস্থ মসজিদ নির্মাণ, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা, বেঞ্চে অনিয়ম ও দুর্নীতি বন্ধে উদ্যোগ নেওয়া, নবীন আইনজীবীদের হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা, আদালত এলাকা থেকে টাউট বাটপার নির্মুলে ভিজিল্যান্স টিমকে শক্তিশালী করা, আদালত এলাকায় বিদ্যুতের সাব স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া, বার লাইব্রেরীকে আরো সমৃদ্ধ করা, আইনজীবী হেল্প ডেস্ক স্থাপন, মহিলা আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা, বাণিজ্যিক ব্যাংকের বুথ স্থাপন, আইনজীবীদের মর্যাদা সুরক্ষা করে পেশার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সহ আইনজীবীদের কল্যানে আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তাঁদের বক্তব্যে।
সহকারী প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুর উল আলম এর সঞ্চালনায় প্রার্থী পরিচিতি সভায় সভাপতি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন ও এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট মোহাম্মদ তারেক, এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার, এডভোকেট নাছির উদ্দিন এবং সিনিয়র সহ সভাপতি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আবু তাহের ও এডভোকেট মোহাম্মদ জাকারিয়া রাখেন। বক্তারা নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের বক্তব্য, নির্বাচনী ইশতেহার ইত্যাদি তুলে ধরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। পরে নির্বাচনে কমিশনের উদ্যোগে নির্বাচনে অংশ নেওয়া ৩৫ জন প্রার্থীকে ভোটারদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রার্থী পরিচিতি সভায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সহকারী প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ফেরদাউস, কমিশনার এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ, সর্বস্থরের আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে পৃথক দু’টি প্যানেলের মাধ্যমে ৩৪ জন এবং শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে পৃথক আরেকজন সহ মোট ৩৫ জন প্রার্থী রয়েছেন। সমিতির কার্যকরী কমিটির ১৭ টি পদে নির্বাচনের জন্য তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ ও সরকার সমর্থক মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-সভাপতি পদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তারেক, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ জাকারিয়া-১, সহ সভাপতি পদে এডভোকেট ফখরুল ইসলাম চৌধুরী গুন্ধু, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট এডভোকেট নুরুল ইসলাম সায়েম, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মো: আকতার হোসেন, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট মনিরুল ইসলাম, ৯ টি নির্বাহী সদস্য পদে এডভোকেট মোহাম্মদ ইসহাক, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এডভোকেট আববাস উদ্দিন চৌধুরী, এডভোকেট আমানুল হক, এডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, এডভোকেট তাজমিন হুদা চৌধুরী, এডভোকেট মোহাম্মদ আলম, এডভোকেট শবনম মুশতারী, এডভোকেট মোহাম্মদ জুলকারনাইন জিল্লু।
অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ও সমমনা আইনজীবীদের নিয়ে গঠিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-সভাপতি পদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান সহ সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-২, সাধারণ সম্পাদক পদে সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক, সাবেক নির্বাহী সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিট এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ আবু তাহের-২, সহ সভাপতি পদে এডভোকেট নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট সাহাব উদ্দিন সিহাব, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শাহীন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট রবিউল আরফাত, নির্বাহী সদস্য পদে এডভোকেট এস.এম নুরুল ইসলাম, এডভোকেট ইব্রাহিম খলিল, এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, এডভোকেট মোহাম্মদ ইসহাক, এডভোকেট আবদুর রহিম, এডভোকেট ইফতেখার মাহমুদ, এডভোকেট দেলোয়ার হোসেন কুতুবী ও এডভোকেট আবুল কাসেম।
এছাড়া, প্যানেল বিহীন এককভাবে এডভোকেট (অধ্যাপক) নাছির উদ্দিন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি আওয়ামী লীগ ও সরকার সমর্থক মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে পর পর ৫ বছর মনোনয়ন চেয়েছিলেন।