মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহিন আবদুর রহমান চৌধুরী-কে পদোন্নতি দিয়ে তাঁকে কুতুবদিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে ডাঃ শাহিন আবদুর রহমান চৌধুরীকে এ পদোন্নতি দেওয়া হয়।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের সন্তান ডাঃ শাহিন আবদুর রহমান চৌধুরী কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক রুপালী সৈকত এর সম্পাদক, প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরীর জামাতা।

অভিনন্দন :

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও, স্বনামধন্য চিকিৎসক ডাঃ শাহিন আবদুর রহমান চৌধুরী’কে পদোন্নতি দিয়ে কুতুবদিয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) হিসাবে পদায়ন করায় কক্সবাজার সিভিল সার্জন অফিসের আওতাধীন সকল স্টাফদের পক্ষে তাঁকে অভিনন্দন জানিয়েছেন সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম। এক অভিনন্দন বার্তায় মোহাম্মদ রফিকুল ইসলাম ডাঃ শাহিন আবদুর রহমান’কে একজন মানবিক ও গতিশীল চিকিৎসক হিসাবে উল্লেখ করে তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।