সংবাদ বিজ্ঞপ্তি:
একুশে ফেব্রুয়ারি ভোলার নয়, কিছুতেই ভোলা যায় না। বাঙালি জাতির ইতিহাসে এ এক অনন্য গৌরবময় অধ্যায়। আমরা বাঙালিরা ভাষার জন্য জীবন দিয়েছি, বদলে পেয়েছি ‘মা’ বলে ডাকার অধিকার। পৃথিবীর বুকে ভাষার জন্য রক্ত দিয়ে, অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে একমাত্র বাঙালি জাতির। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির চেতনার প্রতীক। একুশের শহিদদের স্থান বাঙালির হৃদয়ের মর্মমূলে। অমর একুশে তাই আত্মত্যাগের অহংকারে ভাস্বর একটি দিন; জেগে ওঠার প্রেরণা। দেশমাতৃকার প্রয়োজনে আত্মোৎসর্গ করার শপথ গ্রহণের দিন। একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শুধু একবার নয়, বারবার আসে। প্রতিবছর তার উজ্জ্বল আলোক সম্পাতে আমরা স্নাত হই। প্রতিবারই একুশ আমাদের শক্তি ও সাহস জোগায়, দেশপ্রেম ও ভাষা চেতনাকে শাণিত করে। আমাদের সৃজন-মেধায় যোগ করে নতুন মাত্রা। এক কথায়- একুশ আমাদের অহংকার, গৌরব, জাতিসত্তা ও প্রেরণার স্থান।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ ও বিজয় মুখ আয়োজনে অনুষ্ঠিত ‘অমৃত স্বরকলি’তে বক্তারা ওই কথা বলেন। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬.৩০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানের বটতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ ও বিজয়মুখ গণসাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে ‘অমৃত স্বরকলি’ অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কক্সবাজার জেলা সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, বিজমুখ এর সভাপতি অজয় মজুমদার। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক।
সমবেত সঙ্গীতে ছিলেন, নিহারিকা, সায়ন্তী, মনিরা, প্রিয়া, মিখিলা, পূর্ণিতা, ঐশী, সাবিদ, মানিক, মানস, দৃশ্য, অপরূপা, মুগ্ধ, জায়াদ, নুহা। দ্বৈত সঙ্গীতে পূর্ণিতা ও সাবিদ, মিথিলা ও সাবিদ, নিহারিকা, প্রিয়া ও ঐশী। সমবেত আবৃত্তিতে ছিলেন, তামজিদ, মনিরা, অসীম, অতনু, স্বরূপ, সায়ন্তী, অনন্ত, সুবর্ণ, সায়ন্তন।
একক আবৃত্তি: সায়ন্তন ভট্টাচার্য্য, সায়ন্তী ভট্টাচার্য্য ও স্বরূপ চক্রবর্তী। এছাড়াও বিজয়মুখ গণ সাংস্কৃতিক সংগঠনের পক্ষে সভাপতি অজয় মজুমদার, আনিকা তাসনিম তাপসীসহ সংগঠনের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।