চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জ্যামিতিক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। এতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি একটি মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে গেছে ৬টি তাজা প্রাণ। মায়ের বুক খালি করে অকালে পরপারে পাড়ি জমিয়েছে একই পরিবারের ৬ ভাই। এই ঘটনায় শোকাচ্ছন্ন হয়ে পড়ে কক্সবাজারবাসী। এরই প্রেক্ষিতে দুর্ঘটনা রোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতি করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়ে খোলা চিঠি লিখেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক বদরুল হাসান মিলকী। এই খোলা চিঠিটি ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই চিঠিটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-

মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার কাছে দক্ষিণ চট্টগ্রাম মানুষের প্রাণের দাবি চট্টগ্রাম-কক্সবাজার দুই লাইনের পরিবর্তে ৬ লেনে উন্নতিকরণের আকুল আবেদন জানাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামের মানুষ শান্তি প্রিয়, অতিথিপরায়ণ। আপনি অবগত আছেন বিগত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে দক্ষিণ চট্টগ্রামের মানুষ সমস্ত সংসদীয় আসন উপহার দিয়ে সম্মানিত করেছেন। তাই আজকে সাধারণ জনগণের মৌলিক দাবির পরিপ্রেক্ষিতে আপনার বরাবরে দু’কলম লিখতে সাহস করলাম। আপনি জানেন কক্সবাজার চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ ভাইকে হারিয়ে সড়ক দুর্ঘটনায় রেকর্ড সৃষ্টি হয়েছে। এক মায়ের তরতাজা ছয়টি সন্তান হারিয়ে মৃত্যুপথযাত্রী সেই মা। তারাও আজ আপনার দিকে তাকিয়ে আছে।

মমতাময়ী মা,
১৯৯৩ সাল হতে কক্সবাজার-চট্টগ্রাম এক লেনের একটি জরাজীর্ণ মহাসড়ক ছিল। পরবর্তীতে সেই সড়ককে দুই লেনে উন্নতি করা হয়। কিন্তু ১৯৯৩ সালের পর থেকে ২০২২ সাল পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার সড়ক এক ইঞ্চিও প্রশস্ত করা হয়নি। সড়ক ও জনপথ বিভাগে বড় বড় কর্মকর্তারা এসেছেন আর চলে গেলেন। এই কর্মকর্তারা কোটি কোটি টাকা সরকারের টাকা অপচয় করেছেন অথবা দুর্নীতি করে গেছেন। যে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীরদের পরিকল্পনা ও ডিজাইন করে পরিকল্পনা কমিশনে ফাইল পাঠানোর কথা। কিন্তু আমরা সে লক্ষ্যে কাঙ্খিত কোন কাজ দেখতে পাইনি। যার কারণে আজকে এতো দুর্ঘটনা। তবুও সড়কটি আজ অবদি কাঙ্খিত উন্নতি করা যায়নি।

প্রিয় জননেত্রী,
দুর্ভাগ্যের বিষয় আমরা এই ২৮ বছরে তাদেরকে রাষ্ট্র কোটি কোটি টাকা বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে আসছেন। দক্ষিণ চট্টগ্রামে অনেক বাঘা বাঘা রাজনৈতিক নেতা ও মন্ত্রী পেয়েছি। তাদের কাছ থেকেও আমরা কাঙ্খিত একটি মহাসড়ক করার ব্যাপারে সদিচ্ছার অভাব লক্ষ করেছি। স্বাধীনতার ৫০ বছর পরও পেলাম না একটা স্বয়ংসম্পূর্ণ মহাসড়ক। নতুন প্রজন্মকে কি জবাব দিব আমরা। মাননীয় প্রধানমন্ত্রী ৩০ বছরের এক পরিসংখ্যানে দেখতে পাই, চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফ মহাসড়ক প্রায় ২৩ হাজার ৯৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায। আমরা যদি বিশ বছর আগে এই সড়ক ৪ লেনে উন্নতি করতে পারতাম তাহলে অনেক জীবন সড়ক দুর্ঘটনা থেকে বাঁচানো যেত। তাই আপনি পারবেন, আপনি হলেন আমাদের দয়ার সাগর, আপনি উন্নয়নের রোল মডেল।

প্রিয় মানবতার মা,
আজকে আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি আপনার মাধ্যমে। কক্সবাজারে আপনি আমাদের অভিভাবকের মতো বড় বড় প্রকল্প দিয়ে উন্নয়ন করে যাচ্ছেন সেটার জন্য কক্সবাজারবাসী আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে । আপনি বলেছিলেন জনগণের সেবক হয়ে কাজ করে এ দেশের উন্নয়ন ঘটাবেন এবং তাই হচ্ছে। কিন্তু আমাদের দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক না হওয়ার কারণে শত শত মায়ের কুল খালি হচ্ছে, আমরা এ থেকে পরিত্রাণ চাই। আমরা আপনার মাধ্যমে একটা নিরাপদ সড়ক চাই। এটা আমাদের প্রাণের দাবী চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে সার্ভিস লেনসহ ৬ লেনে উন্নতি করার অতি দ্রæত পরিকল্পনা করে কাজ শুরু করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সড়ক দুর্ঘটনায় আর আমরা মায়ের বুক খালি করতে চাইনা। চকরিয়ার মালুমঘাটে যে দুর্ঘটনা কবলিত হয়েছে সেই দুর্ঘটনায় একই পরিবারের ৬ ভাই প্রাণ কেড়ে নিয়েছে। তাদের প্রতি সম্মান রেখে আমরা এই কক্সবাজারের আপনার কাছে ছয় লেনের একটা মহাসড়ক ভিক্ষা চাই। আপনি অতিসত্বর যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করে আপনার দফতরের অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার ৬ লেনের রাস্তার কাজ শুরু করার জন্য বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি। আপনিই পারবেন, আপনি আমাদের রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিগত সময়ে যেভাবে আপনি দ্রæত সময়ে কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভ আমাদের উপহার দিয়েছেন, সেভাবেই আমরা তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষ আপনার কাছ থেকে ছয় লেনের একটি মহাসড়ক নির্মাণের আকুল আবেদন জানাচ্ছে।

চট্টগ্রাম-কক্সবাজার কে ছয় লেনের একটি মহাসড়ক নির্মাণ করে কাঙ্খিত পর্যটনশিল্পের উন্নয়নে আপনার যে সুদৃষ্টি কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামবাসী আগামী ২০২৩ সালের নির্বাচনে সমস্ত সংসদীয় আসন আবারও উপহার প্রদান করে আপনাকে চতুর্থ বারের মত ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে আমার এই আকুতি বিবেচনা করে দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে একটি নিরাপদ সড়ক আপনার কাছ থেকে আশা করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

নিবেদক
বদরুল হাসান মিলকী
সদস্য
জেলা আওয়ামী লীগ, কক্সবাজার।